গৌরনদীতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Vrammoman adalot 16 03 2021

বরিশালের গৌরনদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া ও সুমি রানীকে নিয়ে একটি টিম উপজেলার টরকী বন্দরে অভিযান চালায়। এ সময় মেয়াদত্তীর্ণ ঔষধ এবং পণ্য পাওয়ায় মা এন্টারপ্রাইজের মালিককে ৫ হাজার, আল মাহতাব ফার্মেসিকে ৫ হাজার, বিসমিল্লাহ ফার্মেসিকে ২ হাজার, তোফাজ্জল স্টোর ৪হাজার ও আরিফ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।

You may also like