Menu Close

গৌরনদীতে বিএনপির সমাবেশে এম জহির উদ্দিন স্বপনের কঠোর বক্তব্য

Mzahiruddinswapan

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যদি ফ্যাসিবাদের প্রধান নেত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে থাকি, তাহলে স্থানীয় স্তরের মাস্তান বা চামচাদের নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। যারা বাঘ শিকার করে, তারা তেলাপোকা নিয়ে কথা বলে না।”

শুক্রবার (১৫ নভেম্বর) বরিশালের গৌরনদীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কঠোর হুঁশিয়ারি:

জহির উদ্দিন স্বপন বলেন, “দেশের আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে আছে। তেলাপোকা তো দূরের কথা, ছাড়পোকাও ছাড় পাবে না। গৌরনদীর ছাড়পোকারা কারাগারে ছারপোকার কামড় খায়। গৌরনদীর অনেক সন্ত্রাসীর ঘর জনতা গুঁড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ তাদের করুণা করেছে এবং তাদের জীবন ভিক্ষা দিয়েছে। অথচ তারাই বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা চালিয়েছে। আজ যদি তারা আরেকটি ভুল করে, তাদের পরিণতি ভয়াবহ হবে।”

সাংবাদিকদের প্রতি আহ্বান:

তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সাগর-রুনীর চেতনায় সাংবাদিকদের এক হতে হবে। রাজনীতিবিদদের যেমন জবাবদিহিতা রয়েছে, তেমনি সাংবাদিকসহ সকলকেই জবাবদিহিতার মধ্যে আসতে হবে।”

সভাপতিত্ব ও অতিথিরা:

গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরিফ স্বপনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মুকুল।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব হান্নান শরীফ, পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া, এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীমুল হক প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতারা স্থানীয় ও জাতীয় রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে দলীয় কর্মসূচি এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Related Posts