Menu Close

গৌরনদীতে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

Gournadi cover

গৌরনদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো – চাঁদপুরের প্রধানিয়া এলাকার নুরে আলমের ছেলে শাহেদুল ইসলাম ও হবিগঞ্জের বাহুবল উপজেলার কুঠিঝুড়ি এলাকার নুরু মিয়ার ছেলে খলিলুর রহমান সোহাগ। সোমবার দিবাগত রাতে উপজেলার কসবা ব্রিজ এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর অভিযানিক দল সোমবার (৫ মে) দিবাগত উপজেলার কসবা ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপের গতিরোধ করেন।
এসময় পিকআপের মধ্যে থাকা কাঠের আলমারির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার ও পিকআপ চালকসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলো – চাঁদপুরের প্রধানিয়া এলাকার নুরে আলমের ছেলে শাহেদুল ইসলাম ও হবিগঞ্জের বাহুবল উপজেলার কুঠিঝুড়ি এলাকার নুরু মিয়ার ছেলে খলিলুর রহমান সোহাগ। তারা বরিশালের মাদক বিক্রেতাদের কাছে গাঁজা পৌঁছে দিতে এসেছিলো।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Posts