Menu Close

গৌরনদী রহমানিয়া মাদ্রাসায় নাজরানা ও কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত

Rahmania hifzul quran madrasah

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে নাজরানা ও কোরআনের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) বাদ জোহর মাদ্রাসার হলরুমে আয়োজিত নাজরানা ও কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. হাদিউজ্জামান তানভিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বন্দর সাবরেজিস্ট্রি জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো. আবদুল হাকিম সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাংবাদিক বিএম বেলাল, গৌরনদী সাওড়া মদিনাতুল উলুম নুরানী ও কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সালাউদ্দিন, উত্তর বিজয়পুর মোহাম্মাদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমানত শাহ, গৌরনদী ডটকমের সম্পাদক ফাহিম মুরশেদ, সাংবাদিক আরিফিন রিয়াদ, মো. নাসির হোসেন, রাজীব ইসলাম তারিম, মো. ইয়াদুল ইসলাম, মো. নূর-উদ্দিন, ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া, মো. মুন্না, আবু তালেব-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ মো. সিয়াম আহমেদ, মো. রিফাত মিয়া, মো. তামিম আহমেদ-সহ ১৫ জন ছাত্রকে নাজরানা প্রদান করেন। একইসাথে মো. আবু মুসা, মো. আবদুল্লাহ, মো. ইবরাহিম-সহ ৪ জনকে কোরআনের ছবক দেওয়া হয়। পরিশেষে, ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৌরনদী বন্দর সাবরেজিস্ট্রি জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো. আবদুল হাকিম।

Related Posts