Menu Close

আশোকাঠী ফিলিং স্টেশনে বিএনপির নাম ভাঙিয়ে চিঠিতে চাঁদা দাবি

Chada dabi 26 aug 2025

বিএনপির নাম ভাঙিয়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে গৌরনদীতে। ডাকযোগে পাঠানো এক চিঠিতে এই দাবি করা হয় এবং বিষয়টি কাউকে জানানো হলে হুমকির কথাও উল্লেখ করা হয়।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, দুপুরে ডাকযোগে তিনি ওই চিঠিটি হাতে পান।

চিঠিতে লেখা ছিল—
“পরিচালক, আশোকাঠী ফিলিং স্টেশন। আমি বিএনপি দলের হয়ে কাজ করি এবং সব ধরনের সভা-সমাবেশে উপস্থিত থাকি। আমার অনেক খরচ হয়, তাই সহযোগিতা করতে হবে। প্রতিমাসে ৩০ হাজার টাকা করে দেবেন। টাকা দিতে ভুল করবেন না, কাউকে কিছু বলবেন না। আমাকে ডাকলেই পাবেন। টাকা না দিলে বিপদে পড়বেন। অন্য কাউকে ভাগ দেবেন না।
আমি মো. বেল্লাল হাওলাদার, পিতা মৃত আ. রব হাওলাদার, গ্রাম-দক্ষিণ নাঠৈ, ডাকঘর-নাঠৈ, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।”

ম্যানেজার জাহিদ হোসেন আরও বলেন, বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে। কর্মরত স্টাফরা এ ঘটনায় উদ্বিগ্ন। তবে চিঠিতে দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে দেখা গেছে, ওই পরিচয়ের কোনো ব্যক্তি নেই।

ফিলিং স্টেশনের মালিক মো. আলাউদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাটি স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, অজ্ঞাত কোনো দুষ্কৃতকারী কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপির নাম ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটাতে পারে। গৌরনদীর বিএনপির কোনো নেতা বা কর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।

তিনি আরও বলেন, যদি প্রমাণ পাওয়া যায় যে বিএনপির কোনো নেতাকর্মী বা সমর্থক এই ঘটনায় জড়িত, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

Related Posts