Menu Close

গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

Opening jamat islami gournadi office

বরিশাল জেলার গৌরনদী উপজেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন গত শুক্রবার (২০ জুন, ২০২৫) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল বিভাগীয় শূরা সদস্য এবং গৌরনদী-আগৈলঝাড়া থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থীর নমিনি হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. রুহুল আমিন সবুজ, ৬নং পৌর ওয়ার্ড আমীর মো. আনোয়ারুল মোস্তফা টিপু, মাওলানা শাহাদাত হোসাইন, মো. নুরুল ইসলাম, মীর মো. নাসীর উদ্দিন, মো. আমীরুল ইসলাম শরীফ, আবদুল ওয়াহিদ মাসুম, মো. মনিরুজ্জামান টুটুল শরীফ, মো. শাহ আলম, বিএম বেলাল, মো. রাজীব-সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা ও পৌরসভার সকল দায়িত্বশীল সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে দেশের সার্বিক পরিস্থিতি, ইসরাইলি যুদ্ধ পরিস্থিতি এবং গাজাবাসীর জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল বিভাগীয় শূরা সদস্য ও গৌরনদী-আগৈলঝাড়া থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থীর নমিনি হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান। তিনি উপস্থিত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করেন।

Related Posts