Menu Close

গৌরনদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতিসভা অনুষ্ঠিত

Jamat islami nirbachoni sova 25 june 2025

বিএম বেলাল: বরিশাল জেলার গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দলীয় প্রস্তুতি সভার আয়োজন করে। এই সভায় গৌরনদী ও আগৈলঝাড়ার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে উপজেলা সদরের আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন সভায় সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. আবদুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া থেকে মনোনীত হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, সাবেক নায়েবে আমির মাওলানা মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি মো. রুহুল আমিন সবুজ, বাইতুল মাল সম্পাদক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, পৌর বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ারুল হক নিরু, ৬নং পৌর ওয়ার্ড আমির মো. আনোয়ারুল মোস্তফা টিপু, ৫নং পৌর আমির মো. নুরুজ্জামান, ৭নং ওয়ার্ডের মো. ছোহরাব হোসেন, মীর মো. নাসীর উদ্দিন-সহ গৌরনদী উপজেলার সকল সদস্য।

Related Posts