বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বিকাল ৫টায় আল-আমীন টেকনিক্যাল জামে মসজিদে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় শুরা সদস্য এবং গৌরনদী-আগৈলঝাড়া থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থীর মনোনীত হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য অধ্যাপক মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুর আজিজ, সহকারী সেক্রেটারি মো. রুহুল আমিন সবুজ, পৌর সহকারী সেক্রেটারি মাওলানা মো. সিদ্দিকুর রহমান, ৬নং পৌর ওয়ার্ড আমির মোস্তফা আনোয়ারুল ইসলাম টিপু, মাওলানা শাহাদাত হোসাইন, মো. নুরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম শরীফ, আবদুল ওয়াহিদ মাসুম, মো. মনিরুজ্জামান টুটুল শরীফ, বিএম বেলাল, মো. রাজীব-সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা ও পৌরসভার সকল দায়িত্বশীল সদস্যবৃন্দ।
২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল বিভাগীয় শুরা সদস্য ও গৌরনদী-আগৈলঝাড়া থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থীর মনোনীত হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান।