Menu Close

ভূমি সেবায় ডিজিটাল সুবিধা: হোসনাবাদ ও সরিকল বন্দরে সহায়তা কেন্দ্র চালু

Vumi seba kendro hosnabad sarikal 02 july 2025

ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ এবং হয়রানিমুক্ত করতে বরিশালের গৌরনদী উপজেলায় দুইটি নতুন ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রগুলো স্থাপনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পাদনে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সময় বাঁচানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলার হোসনাবাদ এবং সরিকল বন্দরে আনুষ্ঠানিকভাবে এই সেবা কেন্দ্রগুলোর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন

এই উদ্যোগটি সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতির একটি অংশ, যেখানে ভূমি সংক্রান্ত সকল পরিষেবা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার ওপর জোর দেওয়া হচ্ছে। নতুন স্থাপিত এই সহায়তা কেন্দ্রগুলো ভূমি অফিসের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি সংযোগ স্থাপন করবে এবং তাদের ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, “ভূমি সেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষের হয়রানি কমানো আমাদের প্রধান লক্ষ্য। এই সহায়তা কেন্দ্রগুলো স্থাপনের মাধ্যমে জনগণ সহজেই ডিজিটাল উপায়ে তাদের ভূমি সংক্রান্ত তথ্য পেতে পারবে এবং বিভিন্ন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।” তিনি আরও বলেন, এই কেন্দ্রগুলো ভূমি রেজিস্ট্রেশন, নামজারি, খতিয়ান সংগ্রহ, খাজনা পরিশোধ এবং অন্যান্য ভূমি সম্পর্কিত বিষয়ে নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিলরুবা খানম এবং প্রকাশ চন্দ্র বাড়ৈ। এছাড়াও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।

এই দুটি নতুন ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুর ফলে গৌরনদী উপজেলার এই অঞ্চলের হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, দূরবর্তী এলাকার বাসিন্দাদের আর ছোট ছোট কাজের জন্য উপজেলা ভূমি অফিসে ছুটতে হবে না। এর ফলে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

Related Posts