জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং একটি সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলায় শুরু হয়েছে মাসব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচি। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর এবং গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফলজ চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এবং বৃক্ষরোপণের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব
উদ্বোধনকালে ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ না থাকলে অচিরেই জলবায়ুর ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যাবে, যার ফলে বৃষ্টিপাতের অনিয়ম সৃষ্টি হবে। হয়তো একেবারেই বৃষ্টি হবে না, অথবা অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির কারণে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হবে।”
তিনি আরও বলেন, “যদি খাদ্যশস্য উৎপাদন না হয়, তাহলে আমাদের বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে, যা দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। এই পরিস্থিতি এড়ানোর জন্য এখনই আমাদের সচেতন হতে হবে এবং বৃক্ষরোপণে ঝাঁপিয়ে পড়তে হবে।”
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের আহ্বান
ইউএনও মৌরি জানান, প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার সরকারি-বেসরকারি ফাঁকা জমিতে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে গাছের চারা রোপণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, বেসরকারিভাবেও নাগরিকদের বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই কর্মসূচির মাধ্যমে গৌরনদী উপজেলা একটি সবুজে ঘেরা, স্বাস্থ্যকর পরিবেশে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্র শিবির পৌর সভাপতি আবদুল মুমিন, এবং সেক্রেটারি সিয়াম মাহমুদ প্রমুখ। উপস্থিত সকলে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মসূচির সাফল্য কামনা করেন।
গৌরনদী উপজেলা প্রশাসন আশা করছে যে, এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুধু এলাকার পরিবেশের ভারসাম্যই রক্ষা করবে না, বরং মানুষকে পরিবেশ সচেতন করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।