Menu Close

২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহিদুল বেপারী গ্রেপ্তার

Sahidul bepari yaba karbari 8 july 2025

গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীতে অভিযান চালিয়ে মো. শাহিদুল ইসলাম বেপারী (সহকারী মোহরার) নামে একজন মাদক ব্যবসায়ীকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গয়নাঘাটা ফিসারী রোডের মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিদুল বেপারী দীর্ঘদিন ধরে বরিশাল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ সালামের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এই পেশার সুযোগে তিনি আদালত এলাকায় পরিচিতি লাভ করেন এবং পরবর্তীতে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।

সূত্র জানায়, তিনি দক্ষিণাঞ্চলের পরিচিত মাদক কারবারি হিরা মাঝি ও মানিক মাঝির ঘনিষ্ঠ সহযোগী এবং কটকস্থল এলাকার বাসিন্দা হাসেম বেপারীর ছেলে। প্রথমে নিজেই মাদক সেবন করলেও পরে পাইকারি ইয়াবা সংগ্রহ করে বরিশাল কোর্ট এলাকা ও আশপাশে সরবরাহ করতেন।

মঙ্গলবার সন্ধ্যার পর ইয়াবার একটি চালান নিয়ে মোটরসাইকেলে বরিশালের দিকে রওনা হলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে নীল প্যাকেটে রাখা ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হবে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হবে।

Related Posts