Menu Close

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার অপসারনের দাবিতে আন্দোলন, মহাসড়ক অবরোধ

Sorok oborodh for moniruzzaman ashokathi 14 july 2025

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, খামখেয়ালি, টেস্ট বানিজ্য ও বিভিন্ন অপকর্মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। রবিবার (14-July-2025) সকালে স্থানীয় বাসিন্দা, রোগী ও তাদের স্বজন, শিক্ষার্থী ও জনসাধারণ একত্রিত হয়ে বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাদের হাতে ছিল নানা স্লোগানসম্বলিত ব্যানার ও ফেস্টুন। স্লোগান দিতে দিতে তারা অভিযোগ উত্থাপন করেন এবং ডা. মনিরুজ্জামানের অপসারণের দাবি জানান, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া। এছাড়া জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির মাওলানা মো. হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। তারা আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানান এবং জানান, উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা পরে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।

এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

Video news:

Related Posts