বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আল-আমীনের একমাত্র আয়ের উৎস ছিল একটি মুদি দোকান। গত ২৬ জুলাই শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত আল-আমীনকে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী-আগৈলঝাড়া আসনের এমপি প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল-আমীন, সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, বায়তুল মাল সম্পাদক মোস্তফা আনোয়ারুল হক নিরু, সাবেক আমীর ডা. ছরোয়ার আলম সিকদারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ জানান, “আগুনে পুড়ে যাওয়া দোকানটি নতুনভাবে গড়ে তোলার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান করেছি। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে, ইনশা’আল্লাহ।”