ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান।
শনিবার (২৬ জুলাই) রাতে এক লিখিত বিবৃতিতে আকন কুদ্দুসুর রহমান স্পষ্ট করে বলেছেন, “আমি কখনোই দাবি করিনি যে ঢাবির ছাত্রদলের জিএস ছিলাম। এটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত অপপ্রচার।”
তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এই বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। আকন কুদ্দুসুর রহমান জানান, ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকাকালে তিনি দলীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন না।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটা যেন সত্যের সীমা অতিক্রম না করে। কাউকে নিয়ে মন্তব্য করার আগে তথ্য যাচাই করার গুরুত্বের ওপরও তিনি জোর দেন।
একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে আকন কুদ্দুসুর রহমান বলেন, “রাজনীতি হোক নীতি, আদর্শ ও জনসেবার ভিত্তিতে—কোনোভাবেই অপপ্রচার বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে নয়।” তিনি এই ধরনের বিভ্রান্তিকর প্রচারে জড়ানো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।