গৌরনদীতে জনকন্ঠের ফটোকপি বিক্রি

শিরোনামে প্রকাশিত সচিত্র সংবাদ নিয়ে খুনী রেজাউলের নিজ এলাকা গৌরনদীসহ টরকীতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার গৌরনদীতে আসা জনকন্ঠের প্রতিকপি পত্রিকা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় পত্রিকা এজেন্ট মোঃ জামাল হাওলাদার জানান, মুহুর্তের মধ্যে গৌরনদীতে আসা জনকন্ঠের সকল কপি বিক্রি হয়ে যায়। পরবর্তীতে উৎসুক পাঠকদের চাহিদা মেটানোর জন্য পাশ্ববর্তী আগৈলঝাড়া ও উজিরপুর থেকে জনকন্ঠ পত্রিকা এনে বিক্রি করা হয়। তাও বেলা এগারোটার মধ্যে বিক্রি হয়ে যায়। পরবর্তীতে দুধের স্বাদ ঘোলে মেটাতে উৎসুক পাঠকেরা ভীড় করেন ফটোকপির দোকানে। প্রকাশিত সংবাদের প্রতিপিচ ফটোকপি বিক্রি হয়েছে ১০ টাকা করে। সন্ত্রাসী রেজাউলের উত্থান নিয়ে সঠিক সংবাদ প্রকাশিত করায় পাঠকেরা জনকন্ঠ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। গৌরনদী থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, দৈনিক জনকন্ঠ-ই কেবল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে।