জোড়পূর্বক বাঁশ কেটে নেয়া প্রতিপক্ষকে বাধা দিতে গিয়ে একই পরিবারের ৪ জন আহত

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামের বালিয়ারপাড় এলাকায় সোমবার সকালে প্রতিপক্ষরা জোড় পূর্বক ঝাড় থেকে বাঁশ কেটে নেয়ার সময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সুত্রে জানাগেছে, ওই গ্রামের মোঃ ইসমাইল হাওলাদারের বাঁশের ঝাড় থেকে গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে তাদের প্রতিপক্ষ শহিদুল ইসলাম হাওলাদার ও তার সহোদর মোস্তফা হাওলাদার জোড় পূর্বক ৩/৪ টি বাঁশ কেটে নেয়। ইসমাইল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা এ সময় তাদের বাধা দিতে গেলে শহিদুল ও মোস্তফা ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মোঃ ইসমাইল হাওলাদার (৫৫) তার স্ত্রী ছালেহা বেগম (৪৫) পুত্র বাচ্চু হাওলাদার (২৫) কন্যা ঝরনা খানম (১৮)সহ ওই পরিবারের ৪ জনকে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত মোঃ ইসমাইল হাওলাদার ও তার স্ত্রী ছালেহা বেগমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।