আগৈলঝাড়ায় হিন্দু পাড়ায় সন্ত্রাসী হামলা বাড়ি ভাংচুর ॥ লুটপাটের অভিযোগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড়মগরা গ্রামের বড়াবাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে চারটি বসত ঘর ভাংচুরসহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল রবিবার এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বড়মগরা বড়াবাড়ির সম্মুখে শনিবার সন্ধ্যায় গরুর রশিতে একটি মিশুক উল্টে গিয়ে যাত্রী আহত হয়। এ ঘটনা মিশুক চালক উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের হাকিম শাহর পুত্র ইউসুফ শাহ মোবাইল ফোনে তার সহযোগীদের জানালে তারা ৬টি মোটরসাইকেলে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা এসময় ওই বাড়ির রনজিত অধিকারী, খগেন অধিকারী, ভবতোষ অধিকারী ও অপূর্ব অধিকারীর বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করে। সন্ত্রাসীদের বাঁধা দিতে গিয়ে খগেন অধিকারী, আললাদি রানী, নুরনাহার, রনজিত অধিকারী, ভবতোষ অধিকারী, শিল্পী অধিকারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপূর্ব অধিকারী বাদি হয়ে গতকাল রবিবার সকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি ইউসুফ শাহকে ওইদিন দুপুরে গ্রেফতার করেছে।