গৌরনদী হাসপাতালে এক্স-রে মেশিন একমাস ধরে বিকল ॥ ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি গত একমাস ধরে বিকল হওয়ায় প্রতিনিয়ত রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক্স-রে মেশিনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি রেডিও গ্রাফার পরিমল চন্দ্র মৃধা জানান, গত ১৫ মে এক্স-রে মেশিনটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। সেই থেকে অধ্যবর্ধি মেশিনটি   বন্ধ রয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়নাল আবেদীন খান জানান, প্রায় সাড়ে নয় লক্ষ টাকা মুল্যের এক্স-রে মেশিনটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়ার পর প্রাথমিক ভাবে টেকনিশিয়ান দিয়ে মেশিনটি মেরামতের চেষ্টা করা হয়েছে। এতেও মেশিনটি সচল না হওয়ায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মেশিনটি মেরামতের জন্য আবেদন করা হয়। তিনি আরো জানান, জনগুরুতপূর্ন গৌরনদী হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে বিকল থাকায় প্রতিনিয়ত রোগীদের চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। এছাড়াও সাধারন রোগীদের অধিকমূল্যে বাহির থেকে এক্স-রে করাতে হচ্ছে। তিনি এক্স-রে মেশিনটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।