হিগুয়েনের হ্যাট্রিকে আর্জেন্টিনার বড় জয়

হিগুয়েনের হ্যাট্রিকে ৪-১ গোলে বড় জয় পেয়েছেন আর্জেন্টিনা। দ্বিতীয়াধ্যের ৭৬, ৭৮, ৩৩ মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। এটাই চলতি বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক। এর আগে ১৭ মিনিটের মাথায় আত্মঘাতি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয় চুংইয়ং। এর ফাঁকে প্রথমাধ্যের শেষ মিনিটে লি চুংইয়ং এর গোলে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। আজও দলকে ৪-৩-৩ ফর্মেশনে খেলাচ্ছেন আর্জেন্টাইন কোচ দিয়াগো ম্যারাডোনা। আজ দলে একটি পরিবর্তনও এনেছেন তিনি। ভেরনের বদলে আজ প্রথম থেকেই মাঠে নেমেছেন ম্যাক্সি রড্রিগুয়েজ। দক্ষিণ কোরিয়া গতি দিয়ে মাঝমাঠ দখল করে নিতে পারে এ ভাবনা থেকেই ভেরনের পরিবর্তে ম্যাক্সিকে খেলিয়েছেন ম্যারাডোনা।

আর্জেন্টিনা একাদশ: রোমেরো (গোলকিপার), ডেমিচিলিস, হেইঞ্জ, ডি মারিয়া, হিগুয়েন, মেসি, তেভেজ, স্যামুয়েল, মাসেরানো (অধিনায়ক), জোনাস ও রড্রিগুয়েজ। কোচ: দিয়েগো ম্যারাডোনা।

দক্ষিণ কোরিয়া: সানগ্রিয়ন (গোলকিপার), বিয়মসিওয়ক, ইয়ংইয়ং, জি সুং (অধিনায়ক), চুইয়ং, ইয়ংপিয়ো, জংসু, সংইয়ং, চুংইয়ং ও কিহুন। কোচ : হু জং মো।