সেনা সদস্যর স্ত্রী-সন্তানদের অপহরন ॥ ১ জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ সেনা সদস্যর স্ত্রী ও সন্তানদের অপহরন করে শারিরীক নির্যাতনের পর সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন করে জিম্মি করে রাখার ঘটনায় রবিবার রাতে বরিশালের গৌরনদী থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) ওসি মোঃ মিজানুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বার্থী গ্রামের বাসিন্দা ও সেনা সদস্য জাহাঙ্গীর হোসেন ঢালীর স্ত্রী বকুল বেগম (৩০), পুত্র সাইমুন (১০), সিয়াম (৩) ও কন্যা জুলিয়াকে (৬) রবিবার সন্ধ্যায় বার্থী-বাঘমারা সড়কের মতলেব ঢালীর বাড়ির সম্মুখে বসে অপহরন করে প্রতিপক্ষ বকতিয়ার মেলকার ও তার সহযোগীরা। রাতে বকতিয়ার মেলকারের গৃহে জিম্মি করে সেনা সদস্যর স্ত্রীকে শারিরীক নির্যাতনসহ ভয়ভীতি প্রদর্শন করে জোড়পূর্বক ননজুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন করা হয়। গভীর রাতেও বকুল তার সন্তানদের নিয়ে বাড়ি না ফেরায় সেনা সদস্যর আত্মীয়-স্বজনরা খোঁজাখুজি করে ব্যর্থ হয়। অবশেষে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে গোপন সংবাদের ভিত্তিতে তিনি (ওসি) একদল পুলিশ নিয়ে গভীর রাতে বকতিয়ারের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরহরকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ অপহৃতাদের উদ্ধারসহ বকতিয়ারের মা সাহিদা বেগমকে (৪৫) গ্রেফতার করে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে সেনা সদস্যর ভাই আব্দুর রাজ্জাক ঢালী বাদি হয়ে ৬ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।