উজিরপুরে ছাত্রলীগ নেতাদের সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ – আন্দোলন অব্যাহত

উজিরপুর সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনাকে কেন্দ্র করে চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে দ্বিতীয়দিনের ন্যায় ব্যস্ততম হারতা-ধামুরা সড়ক অবরোধের পর টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

নবগঠিত পকেট কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণরায় কমিটি গঠন করা না হলে ছাত্রলীগের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা এ আন্দোলন কর্মসূচী অব্যাহত রাখারও হুমকি দিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অরুপ রতন হালদার বলেন, অছাত্র, অন্যদল থেকে আসা ও বিবাহিত কতিপয় অসাংগঠনিক যুবকদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কতিপয় নেতৃবৃন্দরা মোটা অংকের টাকার বিনিময়ে হারতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করেছে। যে কমিটিতে প্রকৃত ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের কোন স্থান দেয়া হয়নি। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা পিযুষ মন্ডল, সঞ্জিত বৈরাগী, শংকর হালদার, গৌতম বিশ্বাস প্রমুখ।