নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তর ওপর বিক্ষুব্ধ ছাত্রদের হামলায় ঘটনায় বুধবার সন্ধ্যায় চার জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। অপরদিকে অধ্যক্ষকে মারধরের ঘটনার প্রতিবাদে বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল বিএম কলেজ শাখার নেতা-কর্মীরা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিএম কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত কলেজে যোগদান করতে আসলে বিএম কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সোহাগ, সোহেল, জহিরুল ইসলাম ও মিরাজ নামের চার জনকে আটক করেছে। আটককৃতরা বিএম কলেজের শিক্ষার্থী।