আর্কাইভ

প্রতিবাদের আলোয় আলোকিত দক্ষিণাঞ্চল

নিজস্ব সংবাদদাতা ॥ সময় তখন ঠিক সন্ধ্যা সাতটা। গত মঙ্গলবার তিন মিনিট নিরাবতা কর্মসূচী পালনের পর দ্বিতীয়বারের ন্যায় আবারো সারাদেশের সাথে থমকে যায় বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল। যে যেখানে ছিলো ঠিক সেখানেই একটি করে মোমবাতি প্রজ্জলন করে। এ যেন প্রতিবাদের আলোয় আলোকিত হয়ে যায় গোটা দক্ষিণাঞ্চল। নগরীর একাত্তর মঞ্চে মোমবাতি প্রজ্জলন করেন সিটি মেয়র শওকত হোসেন হিরন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপিসহ হাজার হাজার জনতা। গৌরনদীর একাত্তরের চেতনা মঞ্চের চারিপার্শ্বে পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, মঞ্চের মূল উদ্যোক্তা সৈকত গুহ পিকলুসহ সর্বস্তরের জনসাধারন মোমবাতি প্রজ্জলন করেন।

স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীতে জামায়াত-শিবিরের হাতে নিহত শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ গ্রহন করা হয়।

আরও পড়ুন

Back to top button