আহমেদ কবির সভাপতি-বাদল সম্পাদক – বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিতদের নিরস্কুস বিজয়

নিজস্ব সংবাদদাতা ॥ ঐতিহ্যবাহী বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্ময় পরিষদের প্রার্থী কেবিএস আহমেদ কবির সভাপতি ও গোলাম কবির বাদল সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে সর্বমোট ১৬টি পদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল সভাপতি-সম্পাদক সহ ১২টি পদে ও বাকি চারটি পদে ১৮ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আ’লীগ সমর্থিত মজিবর রহমান তালুকদার-২ ও নাসির উদ্দিন ভূইয়া। অর্থ সম্পাদক পদে ১৮ দলীয় জোটের প্রার্থী মোখলেছুর রহমান বাচ্চু। একই প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে মাহমুদ আল হোসাইন মামুন, অপর যুগ্ম সম্পাদক পদে আ’লীগ সমর্থিত হালিমা বেগম হেপি। চারটি সদস্য পদের বিপরীতে তিনটিতে আ’লীগ সমর্থিত আতিকুর রহমান জুয়েল, ফায়াদ মোঃ আবুল বাশার, মাঞ্জুউর রহমান ফোরকান, ১৮ দলীয় জোটের মোক্তার হোসেন সরদার বিজয়ী হয়েছেন। নির্বাচন উপ-পরিষদের ৫টি পদের মধ্যে চারটিতে আ’লীগ সমর্থিত মুনসুর আহমেদ, কাজী মনিরুল ইসলাম, রতন কুমার দাস, কায়য়ুম খান কায়সার, ১৮ দলীয় জোটের আবুল কালাম আজাদ-১ নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ৭৪৮ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোট প্রদান করেছেন। এর মধ্যে একটি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। ভোটারদের মধ্যে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সিটি মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন, সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল সহ ভিআইপি ভোটাররা ভোট প্রদান করেছেন।