বরিশালে চৌদ্দ দলের পদযাত্রা – ব্লগার রাজীব হত্যায় উত্তাল

নিজস্ব সংবাদদাতা ॥ সকল যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত-শিবিরের জঙ্গী ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের দাবিতে শনিবার সকালে বরিশালে পদযাত্রা করেছে চৌদ্দদল নেতৃবৃন্দরা। পদযাত্রা শুরুর পূর্বে অনুষ্ঠিত সমাবেশে শাহবাগ যুদ্ধের দ্বিতীয় শহীদ আহমেদ রাজীব হায়দারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও কালোব্যাজ ধারন করা হয়।

নগরীর সদর রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে সকাল এগারোটায় শুরু হওয়া পদযাত্রায় প্রাক্কালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি শওকত হোসেন হিরন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জাসদের জেলা সম্পাদক এ্যাডভোকেট আঃ হাই মাহাবুব প্রমুখ। বক্তারা বলেন, জামায়াত-শিবির ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যার দায় কোনদিনই এড়াতে পারবেনা। এজন্য সকল স্বাধীনতাকামী জনতা যারা যুদ্ধাপরাধীদের বিচার চান তাদের আরো স্বোচ্চার হওয়ারও আহবান জানানো হয়। অপরদিকে শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের একাত্তর মঞ্চে, গৌরনদীর একাত্তরের চেতনা মঞ্চে কর্মসূচী শুরুর পূর্বে এক মিনিট নিরবতা ও কালোব্যাজ ধারণ করা হয়।