নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা বাজার এলাকায় বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, উপ-পরিচালক মোঃ মকবুল হোসেন, পারভেজ আহম্মেদ ও পরিদর্শক আনজুমান নেছার উপস্থিতিতে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ও মোঃ সফিউল্লাহর নেতৃত্বে সকাল ১০টায় চৌমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে দশটি দোকান থেকে ৫ হাজার ৭’শ টাকা জরিমানা আদায়সহ নিষিদ্ধ পলিথিন জব্দ করে অগ্নিসংযোগ করা হয়েছে।