নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ মঙ্গলবার রাতে প্রবাসীর টাকা ছিনতাইয়ের অভিযোগে সবুজ সরদার (২৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে।
গৌরনদী থানার এস আই সোলায়মান মাহমুদ জানান, মঙ্গলবার সন্ধায় পৌর সদরের বাদাম তলা নামক স্থানে বসে চাঁদশী গ্রামের নয়ন তালুকদার (৩০) নামক সৌদী প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয় সবুজ। এ ঘটনায় গৌরনদী থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ সবুজকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।