দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ননের প্রত্যন্ত কান্ডপাশা গ্রামের জাহানারা মজিদ মেমোরিয়াল হাসপাতালে রোটারী ফাউন্ডেশন অব আমেরিকা কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, বরিশাল আইনজীবি সমিতির সাবেক সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান, গৌরনদী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান গোলাম মনির মিয়া, ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সভাপতি মোঃ জিয়াউর রহমান নবু, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন জাহানারা মজিদ মেমোরিয়াল হাসপাতালের সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন রাজা, সহসভাপতি মীর্জা কাজী, সম্পাদক কাজী সাইফুউদ্দিন নসরু, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর, আজীবন সদস্য মোরশেদ আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আনিচুর রহমান প্রমুখ। শেষে প্রধান অতিথি হাসপাতালের ব্যবস্থাপনা সভাপতির হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।