গৌরনদীতে প্রতীকি বধ্যভূমি!

স্টাফ রিপোর্টার ॥ “মুক্তিযুদ্ধ দেখিনি, বইয়ের পাতা এবং মা-বাবার মুখে মুক্তিযুদ্ধের সময়ের ভয়ংঙ্কর দৃশ্য ও ঘটনার কথা শুনেছি। আজ আবার সেইদিনের কিছু প্রতীকি ভয়ংঙ্কর দৃশ্য দেখে সত্যি আতঁকে উঠেছি। আমি এ দৃশ্য দেখার পর নিজেকে আর সামলাতে পারছিনা। ওইসব ঘৃণ্য রাজাকারদের আজ হাতের কাছে পেলে ওদের খুন করে প্রয়োজনে আমি নিজেই হাঁসি মুখে ফাঁসির দড়ি গলে নিতাম”। প্রতীকি বধ্যভূমির কিছু ভয়ংঙ্কর দৃশ্য দেখে শুক্রবার বিকেলে আবেগআপ্লুত হয়ে কথাগুলো বলছিলো তরুন আবুল হাসান।

বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণের তিন দিনব্যাপী একুশে বই মেলার প্রধান আকর্ষন ছিলো মেলাস্থলে অস্থায়ীভাবে নির্মিত প্রতীকি বধ্যভূমি। এছাড়াও মুক্তিযোদ্ধা ভিত্তিক নানান ছবি দিয়ে মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনসহ পাশ্ববর্তী এলাকাকে সাজানো হয়েছিলো অপরূপ সাজে। কলেজ অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান আহম্মেদ জানান, এই প্রথমবারের ন্যায় কলেজ প্রাঙ্গণে একুশে বই মেলার আয়োজন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা শাখার আহবায়ক সৈকত গুহ পিকলু। মুক্তিযোদ্ধা ভিত্তিক সকল কর্মকান্ডকে ঘিরে মনোরম পরিবেশের বই মেলাটি সর্বত্র প্রশংসা কুড়িয়েছে। শুক্রবার ছিলো মেলার সমাপনী দিন।