নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ-চৈতা সড়কের বিসমিল্লাহ বাজারের সন্নিকটে বৃহস্পতিবার রাতে পিকআপ উল্টে মানিক খান (৩৫) নামের এক ইমারত নির্মান শ্রমিক নিহত ও ৫জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাতটার দিকে একটি পিকআপে করে মিক্সার মেশিনসহ ইমারত নির্মান শ্রমিকেরা বাকেরগঞ্জ থেকে চৈতার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে উপজেলার বিসমিল্লাহ বাজারের সন্নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক মানিক নিহত ও পিকআপে থাকা আরো ৫ শ্রমিক গুরুতর আহত হয়।