নিজস্ব সংবাদদাতা ॥ যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের সকল কর্মকান্ড নিষিদ্ধের দাবিতে শনিবার বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে গৌরনদী বাসস্ট্যান্ডে পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসস্ট্যান্ড শহীদ আবদুর রব সেনিয়াবাদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, প্রবীণ আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, রাজু আহম্মেদ হারুন, পৌর আ’লীগের সভাপতি গোলাম মনির মিয়া, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণ কান্ত দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, বি.এম এনামুল হক প্রমূখ। বক্তারা গৌরনদীকে রাজাকার মুক্ত করার ঘোষনা করেন।