বরিশালে শিবির-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে ওলামা মাশায়েখদের সমাবেশ চলাকালে শনিবার সকালে জামায়াত-শিবিরের তান্ডবে সদর রোড রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশকে লক্ষ্যকরে শিবির ক্যাডাররা ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড টিয়ার শেল ছুঁড়ে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

জানা গেছে, নগরীর ফজলুল হক এ্যাভিনিউতে ওলামা মাশায়েখদের সকাল ১১ টায় মহাসমাবেশ চলাকালীন সময়কে পুঁজি করে জামায়াত-শিবিরের ক্যাডাররা জঙ্গি মিছিল নিয়ে বরিশালের সদর রোডের টাউন হল চত্বরে স্থাপিত গণজাগরণ মঞ্চ ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাঁধা দিলে ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড টিয়ার  শেল ছুঁড়ে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।