কলঙ্গ মুক্ত হলো দক্ষিণাঞ্চলবাসী – এ বিজয় তরুন প্রজন্মের – বরিশালে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলু রাজাকারের ফাঁসির রায় ঘোষণা হওয়ার সাথে সাথে বৃহস্পতিবার দুপুরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল ও দেলুর নিজ এলাকা পিরোজপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি তরুন প্রজন্ম, গণমাধ্যম কর্মীরা এবং আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন বলেন, দেলুর ফাঁসির রায়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের তরুন প্রজন্মের বিজয় হয়েছে। জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি বলেন, দক্ষিণাঞ্চলবাসী আজ কলঙ্গ থেকে মুক্তি পেয়েছে। গৌরনদীর একাত্তরের চেতনা মঞ্চের উদ্যোক্তা পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ বলেন, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় না হওয়া পর্যন্ত তরুন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার আব্দুল হক ঘরামী বলেন, দিলুর সর্বোচ্চ শাস্তি ঘোষণা হওয়ায় আমরা মহাখুশী। গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন বলেন, স্বাধীন দেশের মাটিতে কোন যুদ্ধাপরাধীদের ঠাঁই হতে পারেনা। অনতিবিলম্বে সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়সহ তা কার্যকর করতে হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গৌরনদী উপজেলা শাখার আহবায়ক সৈকত গুহ পিকলু বলেন, যুদ্ধাপরাধীদের সাথে আতাতকারীদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটের অভিযোগে অভিযুক্ত দিলু রাজাকারের ফাঁসির রায় ঘোষণা হওয়ার সাথে সাথে বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ দেখে তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করেন বরিশাল নগরীর একাত্তর মঞ্চের উদ্যোক্তারা। তাদের মিছিলে অংশগ্রহন করেন সকল শ্রেনী ও পেশার মানুষ। একই সময় দেলু রাজাকারের নিজ এলাকা পিরোজপুর, গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বাকেরগঞ্জ, হিজলা ও মুলাদীসহ গোটা দক্ষিণাঞ্চলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। জয় বাংলা শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা দক্ষিণাঞ্চল। অপরদিকে গোটা দক্ষিণাঞ্চল জুড়ে জামায়াত-শিবিরের জঙ্গী ক্যাডারদের সকল প্রকার নাশকতা ঠেকাতে কঠোর নিরপত্তার চাদরে ঢেকে রেখেছেন আইন শৃংখলা বাহিনীর সদ্যসরা।

একইদিন দুপুর আড়াইটার দিকে উজিরপুরের বামরাইল নামক এলাকায় জামায়াত-শিবিরের জঙ্গী ক্যাডাররা উগ্রপন্থি জঙ্গী সংগঠন হিজবুত তাওহীদের সদস্যদের নিয়ে মিছিল সহকারে মহাসড়কে আসার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ দশ রাউন্ড ফাঁকা গুলি করেছে।