বরিশালে প্রজন্ম সাংস্কৃতিক মঞ্চ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা ॥ সকল যুদ্ধাপরাধী, রাজাকারদের ফাঁসির রায় ঘোষণা ও কার্যকরের দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের সাথে একাত্মতা ঘোষণা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে গতকাল শুক্রবার থেকে প্রজন্ম সাংস্কৃতিক মঞ্চ ঘোষণা করা হয়েছে।

বরিশালের সংখ্যালঘূ অধুষ্যিত আগৈলঝাড়া উপজেলার বারপাইকা বাজারে এ প্রজন্ম সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান শুক্রবার বিকেল থেকে শুরু হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সালেহ লিটন সেরনিয়াবাত, মানিক সেরনিয়াবাত, প্রফুল্ল পান্ডে, বাদল সরকার, প্রবীর বিশ্বাস ননী, সঞ্জয় বিশ্বাস প্রমূখ। শেষে রিপন রায়কে আহবায়ক ও নিপুল কির্ত্তনীয়া, কমল রায়, স্বাক্ষর বাড়ৈ ও রতন সরকারকে যুগ্ম-আহবায়ক করে মঞ্চ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।