নিজস্ব সংবাদদাতা ॥ ৭১’র যুদ্ধাপরাধী জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর দেশজুড়ে জামায়াত-শিবিরের তান্ডবের কারনে নাশকতার আশংকায় বরিশালের ঐতিহ্যবাহী বানারীপাড়া উপজেলার সূর্যমনির মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার রাতে এ মেলা বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মেছবা উদ্দিন জানান, দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করে যেকোন ধরনের নাশকতার আশংকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতে পুলিশ এ মেলা বন্ধ করে দিয়েছেন।