জামায়াত নেতাসহ তিন জন গ্রেফতার – বরিশালে মেলায় হামলা চালানোর পরিকল্পনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের ঐতিহ্যবাহী বানারীপাড়া উপজেলার কয়েক’শ বছরের পুরনো সূর্য মনির মেলায় হামলা চালানোর পরিকল্পনা করেছিলো জামায়াত-শিবিরের জঙ্গী ক্যাডাররা। গোয়েন্দা সংস্থার রির্পোটের ভিত্তিতে অবশেষে শুক্রবার রাতে মেলাটি বন্ধ ও পরিকল্পনাকারী দু’জামায়াত নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাসব্যাপী সূর্যমনির মেলায় হামলা চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনাকারী জামায়াত নেতা বানারীপাড়া বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম, শিয়ালকাঠী এস.এইচ আল-হেরা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দীন হেলালী চাঁদপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে শুক্রবার রাতে ঐতিহ্যবাহী এ মেলাটি বন্ধ করে দেয়া হয়। বানারীপাড়া থানার ওসি মেছবা উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করে জামায়াত-শিবিরের নাশকতার আশংকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতে সূর্য মনির মেলাটি বন্ধ করে দেয়া হয়। অপরদিকে শিবিরের লিফলেট বিতরনের সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার ছাত্র শিবিরে সাবেক সভাপতি ডাঃ মোঃ সজীব হোসেনকে বরিশাল নগরী থেকে ও শনিবার সকালে গৌরনদী পৌর সদরের আল-হেলাল একাডেমীর প্রধান শিক্ষক, প্রভাবশালী জামায়াত নেতা মাওলানা আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।