স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল জেলা আ’লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুন প্রজন্মকে কঠোর ভূমিকা পালন করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার কাজে বিঘœ ঘটাতে জঙ্গী জামায়াত-শিবিরের সুরে সুর মিলিয়ে একটি রাজনৈতিক দল দেশের মধ্যে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র দেশের মানুষকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করতে হবে।
সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সর্বদলের অংশগ্রহনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ আরো বলেন, ১৯৭১ সনে জামায়াতের শীর্ষ নেতারা (বর্তমানে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত) পাকিস্তানী নরপশুদের হাতে হাত মিলিয়েও বাংলার দামাল ছেলেদের দাবিয়ে রাখতে পারেনি, ইনশ্আল্লাহ ২০১৩ সনেও ওইসব জামায়াতী জঙ্গী রাজাকারদের মদদ দাতাদের নিয়েও বর্তমান তরুন প্রজন্মকে দাবিয়ে রাখতে পারবেনা। তরুনদের বিজয় হবেই। সে সময় জামায়াতীরা যেমন হিন্দু সম্প্রদায়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছিলো, আজো আবার সেই একই রকম নির্যাতন শুরু করা হয়েছে। তাদের সকল নাশকতা কঠোর হস্তে দমন করতে হবে। এজন্য তরুন প্রজন্মের পাশে সর্বস্তরের জনগনকে প্রহরী হয়ে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্আলম খান, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কালিয়া দমন গুহ।
বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, উপজেলা যুবলীগ নেতা ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, কাছেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মৃধা, উপজেলা বিএনপির সহসভাপতি ও সরিকল ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভপতি ও ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল প্রমূখ।