মহাত্মা ভেগাই হালদারের জন্ম ও মৃত্যু তিথিতে বনার্ঢ্য র‌্যালী ও স্মরন সভা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠাতা আগৈলঝাড়ার পথিকৃত মহাত্মা ভেগাই হালদারের জন্ম ও মৃত্যু তিথি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বনার্ঢ্য র‌্যালী ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। 
ভেগাই হালদার পাবলিক একাডেমীর উদ্যোগে সকাল দশটায় র‌্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্কুল মিলনায়তনে স্মরন সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দিপংকর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্রাফুল জামান, উপজেলা কৃষি অফিসার রমেন্দ্র নাথ বাড়ৈ, সাবেক প্রধান শিক্ষক অরুন কৃষ্ণ হালদার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিস্ত্রী, এস.এম বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, সমাজ সেবক সাহেব আলী ফকির, হাবিবুর রহমান সরদার, এম. ফয়েজ প্রমূখ।