নিজস্ব সংবাদদাতা ॥ গত ২মার্চ বরিশাল জেলার গৌরনদী উপজেলার পিংঙ্গলাকাঠীর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বাংলাদেশ জামায়েত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গৌরনদী উপজেলা শাখার উপর মিথ্যা অভিযোগ দায়ের করে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানী করা হচ্ছে অভিযোগ করেছেন উপজেলার সাবেক আমীর মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি ঘটনায় উক্ত ঘটনায় তিনি এক বিবৃতিতে বলেন, আমাদের বাংলাদেশ জামায়েত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির গৌরনদী উপজেলা শাখার কোন সদস্য উক্ত ঘটনার সাথে জড়িত ছিল না। কে বা কারা উক্ত ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত। রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়নারী করার হীন উদ্দেশ্য এ বিষয়ে আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।