নিজস্ব সংবাদদাতা ॥ এক সময় গ্রামের গৃহবধূ নারী হিসেবেই পরিচিতি ছিলো বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের অজপাড়া গাঁ দিয়াশুর গ্রামের বাসিন্দা সাহিদা হারুনের।
সে সময় শুধু সংসার পরিচালনাই ছিলো তার কাজ। কিন্তু স্বামী জি.এম হারুন মৃধার অধিক আগ্রহে এখন গ্রামের গৃহবধূ হিসেবেই সাহিদার পরিচিতি নয়। তিনি সংসার পরিচালনার পাশাপাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে একজন আইনজীবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এ্যাডভোকেট সাহিদা হারুন গৌরনদী উপজেলার প্রথম মহিলা আইনজীবি। এতেই থেমে থাকেনি তার পথচলা। তিনি দীর্ঘদিন থেকে সুনাম এবং দক্ষতার সাথে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রিতীমতো তিনি গ্রামের অসহায়, দুঃস্থ নারীদের কল্যানে নিজের উপার্জিত অর্থ দিয়ে স্বাবলম্ভী করার অসংখ্য নজির স্থাপনও করেছেন।