নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু ইউনিয়নের প্রত্যন্ত মুজাহারের খেয়াঘাট এলাকায় গতকাল শনিবার দুপুরে শামসুল আলম মৃধা (৬৫) নামের এক আ’লীগ নেতাকে ইট দিয়ে পিটিয়ে মাথা থেথলিয়ে হত্যা করেছে এক বখাটে যুবক। নিহত শামসুল আলম মৃধা রাজগুরু ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি। হত্যাকারী পলাশ প্যাদাকে (২২) ওইদিন সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে শামসুল আলম মৃধা নামের ওই আ’লীগ নেতা রাজগুরু মুজাহারের খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা আলম প্যাদার বখাটে পুত্র পলাশ প্যাদার সাথে তার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে পলাশ ইট দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করে শামসুল আলম মৃধাকে হত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, হত্যাকান্ডের পর পলাশ পালিয়ে যাবার চেষ্ঠাকালে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।