মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হিউম্যান রাইটস্ গোল্ড মেডেলে ভূষিত

স্টাফ রিপোর্টার ॥ হিউম্যান রাইটস্ এন্ড পরিবেশ সাংবাদিক সোসাইটির উদ্যোগে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুদ্ধাপরাধীদের বিচার শীর্ষক আলোচনায় সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান গত ১৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু কে সফল চেয়ারম্যান ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৩ইং সনের ‘হিউম্যান রাইটস গোল্ড মেডেলে ভূষিত ও সনদপত্র’ প্রদান করা হয়। এ উপলক্ষে ১৬ মার্চ বিকেল তিনটায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ২ নং পুরানা পল্টন মৈত্রী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম. রশীদ চৌধুরী। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লা, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আবু সাঈদ খান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ চৌধুরী, বাংলাদেশ পুলিশ (এসবি শাখা, ঢাকা) ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাহিদ হাসান চঞ্চল ও মীম।