নিজস্ব সংবাদদাতা ॥ যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের গতকাল রবিবার বরিশালের গৌরনদী ভায়া আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোয় প্রকাশ করেছেন।
সকাল ১০টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এ সড়ক পথে রওনা হয়ে সড়কের নির্মান কাজ পরিদর্শন করেন। মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্আলম খান, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, সওজ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপস কুমার পাল, তত্তাবধায়ক প্রকৌশলী হারুন-অর রশিদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী শাহ্ মোঃ সামস মোকাদ্দেস, গৌরনদী উপজেলা নির্বার্হী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, পৌর আ’লীগের সভাপতি গোলাম মনির মিয়া। গৌরনদীর ডাকবাংলোতে মধ্যাহ্নভোজ শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের বলেন, মহা সড়কটির নির্মাণ কাজ দ্রুত ভাবে এগিয়ে চলছে এবং কাজের মান ভালই হচ্ছে। উল্লেখ্য, গৌরনদী ভায়া আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের নির্মাণ কাজ সম্পন্ন হলে বরিশাল থেকে গোপালগঞ্জের দুরত্ব কমে হবে মাত্র ৭৮ কিলোমিটার। এ সড়কে বরিশাল থেকে সড়ক পথে গোপালগঞ্জে যেতে সর্বোচ্চ দেড়ঘন্টা সময় লাগবে।