নিজস্ব সংবাদদাতা ॥ সংবাদ প্রকাশের জেরধরে বরিশাল নগরীর রূপাতলী এলাকার জনৈক আনিচ মুহুরীর দায়েরকৃত মিথ্যে মামলায় সাতদিন কারাভোগের পর সোমবার জামিনে মুক্তি লাভ করেছে বরিশালের বিশিষ্ট সাংবাদিক এম.মিরাজ হোসাইন।
সূত্রমতে, সংবাদ প্রকাশের জেরধরে চাঁদাবাজির অভিযোগ এনে আনিচ মুহুরী বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। সাংবাদিক মিরাজ হোসাইন উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন লাভ করেন। আগাম জামিন লাভের পর গত ৩ মার্চ কোতয়ালী থানা পুলিশ মনগড়া ভাবে মুহুরীর মিথ্যে মামলায় সাংবাদিককে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। এদিকে জামিনের মেয়াদের শেষ কার্য দিবসে গত ১২ মার্চ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাংবাদিক এম.মিরাজ হোসাইন হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।