বস্তুনিষ্ঠ সাংবাদ দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে -জেলা ও দায়রা জজ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.কে.এম সলিম উল্লাহ আইনের সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পাঠকদের মূল্যায়নই হচ্ছে সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে সাংবাদিকরা। গতকাল বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নিজ কক্ষে  বিচারক এ.একে.এম সলিম উল্লাহ বরিশাল কোর্ট রির্পোটারস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মঞ্জুরুল হোসেন, বরিশাল কোর্ট রির্পোটারস এ্যাসোসিয়েশনের সভাপতি সাইফ আমীন, সহ-সভাপতি জিয়া বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ পান্নু, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, দপ্তর সম্পাদক এম.আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হুমায়ুন কবির রোকন, সদস্য সৈয়দ বাবু, মতবাদের  ফটো সাংবাদিক ফারুক লিটু, বরিশাল প্রতিদিনের ফটো সাংবাদিক এম. লোকমান, জুয়েল মাহমুদ সহ সংগঠনের সদস্যরা। সংগঠন গঠনের এই মহতী উদ্যোগ বৃথা যাবে না। আমি বদলী হয়ে চলে যাচ্ছি। তবে আপনাদের সব সৎ উদ্যোগে ছায়ার মত আমাকে পাশে পাবেন। আইনের সুশাসন প্রতিষ্ঠায় এই সংগঠন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে বিদায়ী বিচারক এ.কে.এম সলিম উল্লাহর হাতে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। উল্লেখ্য বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.কে.এম সলিম উল্লাহকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে সলিসিটর হিসাবে বদলী করা হয়।