নিজস্ব সংবাদদাতা ॥ দলিল রেজিষ্টেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ দলিল লেখক সমিতির আহবানে গতকাল রবিবার দুই ঘণ্টা কর্মবিরতি করে বিক্ষোভ ও সমাবেশ করে গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতি।
সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি করে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। শেষে গৌরনদী সাব-রেজিষ্ট্রার চত্বরে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কাওছার হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি প্রবীর মলি¬ক, সম্পাদক সত্য রঞ্জন বিশ্বাস, কামাল উদ্দিন, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন খলিফা, আবুল হোসেন মিয়া, মকবুল হোসেন মিয়া, শহিদুল ইসলাম, কাজী বিপ্ল¬ব, জিয়াউল হক, স্বপন সরকার, মজনু তালুকদার, কেরামত মিয়া, আনোয়ার হোসেন, দীপক রুদ্র, উপেন্দ্র নাথ নন্দী, আবুল কাসেম সিকদার, আবুল বাশার আকন প্রমুখ। বক্তারা তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠিন আন্দোলনের হুমকি দেন।