নিজস্ব সংবাদদাতা ॥ নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সজিব নামের তিন বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চরআইচা গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মাসুদ হোসেন ও তার স্ত্রী ঢাকার একটি গার্মেন্টসে চাকুরি করেন। গত দু’সপ্তাহ পূর্বে শিশু সজিব তার নানীর সাথে চরআইচা গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকেলে নানা বাড়ির সবার অজান্তে পাশ্ববর্তী মলগিরি খালে পরে যায় সজিব। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে ওইদিন সন্ধ্যায় খাল থেকে ভাসমান অবস্থায় সজিবের লাশ উদ্ধার করে।