নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ দক্ষিন কটকস্থল গ্রাম থেকে বুধবার রাতে ইয়াবা ট্যাবলেটসহ মামুন মৃধা (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে থানার একদল পুলিশ দক্ষিণ কটকস্থল ফকিরবাড়ির সম্মুখে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মামুন মৃধাকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।