বরিশালে ১৮ দলের ঢিলেঢালা হরতাল পালিত

হাসিবুল ইসলাম, বরিশাল ॥ বিএনপিসহ সমমানা ১৮ দলের ডাকা ৩৬ঘন্টার হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বরিশালে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে ভোর সাড়ে ৪টায় নগরীর সিএন্ডবি রোডে টায়ারে অগ্নি সংযোগ করেছে পিকেটররা। ভোর ৬টার সময় পর্যায়ক্রমে উত্তর জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং  দক্ষিণ জেলা  বিএনপি পৃথক তিনটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এর পর ভোর সাড়ে ৬টায় নগরীর সিএন্ডবি রোডে টায়ারে অগ্নি সংযোগ করেছে পিকেটাররা। ভোর ৬টায় উত্তর জেলা বিএনপির সভাপতি সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদের নেতৃত্বে কালিবাড়ি রোড থেকে বের হওয়া মিছিলটি অনামি লেনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সাড়ে ৬টায় মহানগর বিএনপি সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নাজিরের পুল থেকে একটি মিছিল বের হয়ে লাইন রোডের মুখে সমাবেশ করে। অপরদিকে সকাল সোয়া ৭টায় দক্ষিণ জেলা বিএনপি সভাপিত আহসান হাবিব কামালের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের হয়ে ফজলুল হক এভিনিউতে এসে পুলিশ প্রহরায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এছাড়া হরতালের প্রথম ভাগে বরিশালে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সহিংসতা প্রতিরোধে নগরীতে পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ও র‌্যাবের বেশ কয়েকটি টহল দল কাজ করছে। অফিস আদালত ব্যাংক বীমার কার্যক্রম ও যান চলাচল করছে। তবে অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও বাস স্টান্ডগুলো থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস।