টেক ডেস্ক ॥ ইতিহাসের ভয়াবহ ও জটিলতম সাইবার আক্রমনে গতিহীনতার শিকার হয়েছে ইন্টারনেট। এরফলে সারা বিশ্বজুড়ে ইন্টারনেটের গতি এখন মন্থর। স্বাভাবিক সাইবার আক্রমণের পদ্ধতি অকার্যকর হওয়ায়, সাইবার আক্রমণের বিরুদ্ধে সক্রিয় ইউরোপের দ্য স্প্যামহস প্রজেক্ট তাদের যাবতীয় তথ্য নিয়ে এখন সাইবার বাংকারে অবস্থান করছেন। তাদের এই সাইবার বাংকারে কেবল শিশু পর্ণো এবং সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত সাইটগুলো সংরক্ষণের বাইরে রাখা হয়েছে।
ক্লাউড ফ্লেয়ারসের সিইও ম্যাথিউ প্রিন্স সিএনএনকে বলেছেন- ‘আমাদের দেখা সবচেয়ে বড় সাইবার আক্রমন এটি।’
ইন্টারনেট বিশেষজ্ঞগণ বলছেন, আক্রমণকারীরা এমন প্রযুক্তিগত কৌশল ব্যবহার করছে যা ডিডিওএস(ডিস্ট্রিবিউটেড ডিনাইয়াল অব সার্ভিস) অর্থাৎ স্বাভাবিক আক্রমণ প্রতিরোধক পদ্ধতিকে অকার্যকর করে ওয়েব অবকাঠামোকে লক্ষ্যে পরিণত করে। এরফলে অন্যান্য ওয়েবসাইটগুলোও ধীরগতির শিকার হয়।